রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেহরান বিমানবন্দরে দুটি এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৪:১৭ এএম

শেয়ার করুন:

তেহরান বিমানবন্দরে দুটি এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইসরায়েল
তেহরানে ইরানের বিমান বাহিনীর সাফল্য এবং সরঞ্জামের প্রদর্শনীতে একটি F-14 যুদ্ধবিমানের পাশে উইনি দ্য পুহ চরিত্রের সাথে ছবি তুলছেন ইরানি সৈন্যরা। সংগৃহীত ছবি

তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক হামলায় তারা ইরানের দুটি এফ-১৪ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন এ তথ্য জানান।

এই দুটি মার্কিন-উৎপাদিত এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করা হয়েছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে। এগুলো বিশ্বের শেষ সক্রিয় এফ-১৪ হিসেবে পরিচিত ছিল।


বিজ্ঞাপন


আইডিএফ হামলার ভিডিওচিত্র প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে— একটি ড্রোন হামলার মাধ্যমে যুদ্ধবিমান দুটি ধ্বংস করা হয়।

এছাড়াও, আইডিএফ আরও কয়েকটি হামলার ফুটেজ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে— এমন একটি অভিযান, যেখানে ইরানি সেনারা ইসরায়েলের দিকে ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। একটি স্টোরেজ কন্টেইনারে হামলা, যেখানে ইরানি ড্রোন রাখা ছিল। তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র (ইরান ব্রডকাস্টিং কর্পোরেশন) ভবনে হামলা চালানোর দৃশ্য।

এই অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং সাইবার ও প্রচারযন্ত্রের ক্ষেত্রেও সরাসরি আঘাত হানছে।


বিজ্ঞাপন


এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর