ইরানের রাজধানী তেহরানের আকাশপথে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক ব্রিফিংয়ে দেশটির এক সামরিক মুখপাত্র বলেন, তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে।
সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
বিজ্ঞাপন
ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, আমরা তেহরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি ইরানি সরকারের এক-তৃতীয়াংশ ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান ধ্বংস করেছি।
এসব হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের ফাটল ধরানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে তেহরানের আকাশপথে ইসরায়েলের ‘নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা’র এ দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র আবারও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ভেদ করে প্রবেশ করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
বিজ্ঞাপন
ইসরায়েলের পেতাহ টিকভা শহর থেকে বিবিসির সাংবাদিক হুগো বাচেগা জানান, বহু ইসরায়েলি এতদিন আয়রন ডোমকে অপ্রতিরোধ্য মনে করতেন—কিন্তু এখন সেই বিশ্বাসে ফাটল ধরেছে।
অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছেন।
তবে দেশটির সরকারি নিয়ন্ত্রণ ও বিদেশি সাংবাদিকদের ওপর কঠোর বিধিনিষেধের কারণে ইরানের ভেতরের সঠিক অবস্থা যাচাই করা সম্ভব হচ্ছে না। ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএইচটি

