ইসরায়েলের বন্দরনগরী হাইফা, তেলআবিব ও আশপাশের বেশ কয়েকটি শহরের আবাসিক এলাকায় রোববার (১৫ জুন) রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে আট জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কতৃপক্ষ। এনিয়ে শুক্রবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ইসরায়েলের বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরায়েলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন এবং এক হাজার ২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।
বিজ্ঞাপন
এদিকে টানা চতুর্থ দিনের মতো ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পেতাহ তিকভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। তেল আবিবেও দুটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জনগণকে সতর্ক করে বলেছে, কেউ যেন হামলার স্থান বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন, কারণ শত্রুপক্ষ এসব তথ্য নজরে রেখে পরবর্তী হামলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারে।
-এমএইচআর

