মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইআরজিসির গোয়েন্দাপ্রধানসহ ইরানের দুই জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

আইআরজিসির গোয়েন্দাপ্রধানসহ ইরানের দুই জেনারেল নিহত

দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) তাদের হত্যা করে ইসরাইল। খবর ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসিরি গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন। 

তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয়। অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি।

এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান। 


বিজ্ঞাপন


তিনি বলেন, আমি আপনাকে জানাচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি।

2_grnarel

নিহত জেনারেল গোলামরেজা মেহরাবি এবং জেনারেল মেহদি রব্বানি 

গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরাইল। ওইদিনই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে তারা। 

এরপর রোববার (১৫ জুন) বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী ইসরায়েলের হত্যাকাণ্ডের শিকার হলেন।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর