মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হামলা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা হবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনায় ইরানের ‘না’

ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিলে বসবে না বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন। ম্যাক্রো তাকে ‘উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।


বিজ্ঞাপন


কিন্তু পেজেশকিয়ান ম্যাক্রোকে বলেছেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিলে বসবে না।

রোববার নির্ধারিত যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে।

এদিকে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলাসহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা শিগগিরই ইসরায়েলকে আগ্রাসী মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।

অন্যদিকে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করার চাপ দেওয়া হচ্ছে তেহরানকে।


বিজ্ঞাপন


রয়টার্সের বরাতে দ্য টাইম অব ইসরায়েল জানিয়েছে, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত।

এমএইচটি/এফএ

  1. ইরানের প্রেসিডেন্টকে যা বললেন ম্যাক্রো

    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন।  ম্যাক্রো তাকে “ উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের ” আহ্বান জানিয়েছেন। একইসাথে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর