ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে ইরানের রাজধানী ‘তেহরান পুড়ে ছাই হয়ে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
শনিবার (১৪ জুন) ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির, মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
কাটজ আরও বলেছেন, ‘ইরানি স্বৈরশাসক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির নাগরিকদের জিম্মি করে তুলছেন, এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিশেষ করে তেহরানের বাসিন্দাদের ইসরায়েলি নাগরিকদের ওপর চালানো অপরাধমূলক হামলার জন্য চড়া মূল্য দিতে হবে।’
যদি খামেনি ইসরায়েলি হোম ফ্রন্টে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন, তাহলে ‘তেহরান পুড়ে ছাই হয়ে যাবে’ বলেও সতর্ক করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে, গতকাল শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযানে অন্তত ২০০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়। জবাবে ইসরালের রাজধানী তেলআবিব ও দখলকৃত প্রাচীন নগরী জেরুজালেমে শুক্রবার সন্ধ্যা থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান, যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং দেড় শতাধিক ইসরায়েলি আহত হয়েছে বলে স্বীকার করেছে তেলআবিব।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল
-এমএইচআর

