রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় দূষণ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১০:০০ পিএম

শেয়ার করুন:

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় দূষণ শনাক্ত

ইসরায়েলি হামলার পর ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের ভেতরে রাসায়নিক বা তেজস্ক্রিয় দূষণ শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই)। তবে পারমাণবিক স্থাপনার বাইরে এখনও কোনো তেজস্ক্রিয় দূষণ ছড়ায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ জুন) এইওআই-এর প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, ‘পারমাণবিক কেন্দ্রের বাইরে উদ্বেগের কোনও কারণ নেই, তবে অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজন। আমরা যতদূর জানি, ক্ষয়ক্ষতি কেবল ভূ-পৃষ্ঠের সমতল এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।’


বিজ্ঞাপন


তিনি আরও জানান, ইসরায়েলি হামলায় নাতানজ কেন্দ্রে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এরআগে, আইএইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, নাতানজ এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রার কোনো বৃদ্ধিও লক্ষ করা যায়নি।

উল্লেখ্য, নাতানজ পারমাণবিক কেন্দ্রটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির প্রধান স্থাপনা। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র প্রায় ৭.৬ মিটার পুরুত্বের একটি কংক্রিট ঢালাই দ্বারা সুরক্ষিত। ইরানি কর্তৃপক্ষের মতে, এই কেন্দ্রের সেন্ট্রিফিউজ যন্ত্রগুলো মাটির নিচে ৪০ থেকে ৫০ মিটার গভীরতায় নির্মিত।

এর আগে শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কারখানা লক্ষ্য করে প্রায় ২০০ যুদ্ধবিমান দিয়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে দেশটির দুই শীর্ষ সামরিক কমান্ডার এবং কমপক্ষে ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীও রয়েছেন।


বিজ্ঞাপন


সূত্র: আলজাজিরা

এমএইচআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর