আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান দুর্ঘটনা ঘিরে ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনায় বিমানের ২৪২ আরোহীর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গুরুতর আশঙ্কা। এর মধ্যে খবর পাওয়া গেছে বিধ্বস্ত বিমানের যাত্রী তালিকায় নাম রয়েছে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। তবে তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে বিজয় রূপানির ঘনিষ্ঠ প্রশান্ত ভালা আনন্দবাজারকে জানিয়েছেন, তিনি নিজে বিজয় রূপানিকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন এবং তিনি যাত্রীদের বিমান পর্যন্ত নিয়ে যাওয়া বাসেও উঠেছিলেন। কিন্তু তিনি বিমানে উঠেছিলেন কি না, সেটি এখনও স্পষ্ট নয়।
বিজ্ঞাপন
এরআগে বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টার দিকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে ইন্টার্ন চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। এরপরই আগুন ধরে যায় পুরো উড়োজাহাজে। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।
এমএইচআর/এফএ

