ভারতের জনপ্রিয় পাঞ্জাবি হিপ-হপ তারকা সিধু মুস ওয়ালাকে ২০২২ সালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার নামে একজন পাঞ্জাবি গ্যাংস্টার ফেসবুকে এই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার দায় স্বীকার করেন। কিন্তু হত্যার তিন বছর পরও বিচারের মুখোমুখি হয়নি কেউ এবং গোল্ডি ব্রার এখনো পলাতক। তার অবস্থান শনাক্ত করতে পারেনি ভারতের পুলিশ।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গোল্ডি ব্রারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং সিধু মুস ওয়ালাকে কীভাবে এবং কেন হত্যা করা হলো তা জানার চেষ্টা করেছে।
বিজ্ঞাপন
বিবিসির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এবং তার সহযোগীরা মুস ওয়ালাকে কেন হত্যা করেছিলেন, তা নিয়ে কথা বলেছেন গোল্ডি ব্রার।
সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার বলেন, ‘তার অহংকারে সে (মুস ওয়ালা) এমন কিছু ভুল করেছিল যা ক্ষমা করা যায় না। তাকে হত্যা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তাকে তার কর্মের পরিণতি ভোগ করতে হয়েছিল। হয় তাকে মরতে হতো, না হয় আমাদের।’
পাঞ্জাবের শ্রী মুক্তসর সাহেবের বাসিন্দা গোল্ডি ব্রার ভারতের অন্যতম গ্যাংস্টার (বর্তমানে কারাবন্দি) লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী। ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ব্রার ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে ড্রোনের মাধ্যমে উচ্চমানের অস্ত্র ও বিস্ফোরক পাচারের সঙ্গে জড়িত একটি নেটওয়ার্কের অংশ। মন্ত্রণালয় নিষিদ্ধ গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গেও ব্রারের যোগসূত্র রয়েছে। বর্তমানে ব্রার উত্তর আমেরিকা থেকে তার অপরাধমূলক ব্যবসা পরিচালনা চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
ব্রার বিবিসিকে বলেন, লরেন্সের সঙ্গে যোগাযোগ ছিল সিধুর। আমি জানি না কে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল এবং আমি কখনও জিজ্ঞাসাও করিনি। তবে তারা কথা বলেছিল। লরেন্সকে সিধু ‘শুভ সকাল’ এবং ‘শুভ রাত্রি’ বার্তা পাঠাতেন।
বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী বাম্বিহা গ্যাংয়ের আয়োজিত একটি কাবাডি টুর্নামেন্টকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়েছিল দাবি করে ব্রার বলেন, ‘তিনি (সিধু) আমাদের প্রতিদ্বন্দ্বীদের প্রচারণা চালিয়েছিলেন। তখনই লরেন্স এবং অন্যরা তার ওপর বিরক্ত হয়েছিলেন। তারা সিধুকে হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তারা তাকে রেহাই দেবেন না।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিষ্ণোইয়ের সহযোগী এবং মধ্যস্থতাকারী ভিকি মিদ্দুখেরার হস্তক্ষেপে সেসময় উত্তেজনা প্রশমিত হয়েছিল। কিন্তু ২০২১ সালের আগস্টে মোহালিতে একটি পার্কিং লটে মিদ্দুখেরাকে গুলি করে হত্যা করা হয় এবং বাম্বিহা গ্যাং মিদ্দুখেরা হত্যার দায় স্বীকার করেছে।
ব্রার বলেন, ‘সবাই সিধুর ভূমিকা জানত। তদন্তকারী পুলিশ জানত, এমনকি তদন্তকারী সাংবাদিকরাও জানত। সিধু রাজনীতিবিদ এবং ক্ষমতাসীনদের সঙ্গে মিশেছিলেন। সে আমাদের প্রতিদ্বন্দ্বীদের সাহায্য করার জন্য রাজনৈতিক ক্ষমতা, অর্থ এবং তার সম্পদ ব্যবহার করছিলেন। আমরা চেয়েছিলাম সে যা করেছিলেন তার জন্য তাকে শাস্তি দেওয়া হোক। তার বিরুদ্ধে মামলা করা উচিত ছিল। তাকে জেলে পাঠানো উচিত ছিল। কিন্তু কেউ আমাদের আবেদন শোনেনি। তাই আমরা নিজেরাই পদক্ষেপ গ্রহণ করেছি। যখন শালীনতা বধির কানে পড়ে, তখন গুলির শব্দ শোনা যায়।’
মুসওয়ালার হত্যাকাণ্ড ন্যায়বিচার নাকি সতর্কতা— জানতে চাইলে ভারতের আইনি ব্যবস্থার প্রতি তীব্র আক্ষেপ জানিয়ে ব্রার বলেন, ‘আইন, ন্যায়বিচার —এমন কিছু নেই। শুধুমাত্র ক্ষমতাবানরাই... ন্যায়বিচার পেতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমার ভাইয়ের জন্য যা করার ছিল, তা আমি করেছি। আমার কোনো অনুশোচনা নেই।’
এমএইচআর/এমএইচটি