শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭ হাজার

ভারতে নতুন করে চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী ভাইরাস করোনা। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ছয়জনের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বুধবার (১১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে চলতি বছরে ভারতজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১ জনে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ২২৩ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণী রাজ্য কেরালায়। এরপর যথাক্রমে— গুজরাটে এক হাজার ২২৩ জন, দিল্লিতে ৭৫৭ জন এবং পশ্চিমবঙ্গে ৭৪৭ জন।


বিজ্ঞাপন


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যুর ফলে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। নতুন মৃত্যুবরণকারী ছয়জনের মধ্যে তিনটি মৃত্যু রেকর্ড করা হয়েছে কেরালায়, দুইজন কর্ণাটকে আর মহারাষ্ট্রে একজন। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রয়েছেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। আর বাকি পাঁচজনের সবাই বৃদ্ধ ছিলেন এবং আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন।

india

গত মে মাসের শেষের দিকে ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। এরমধ্যে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এছাড়া নতুন করে এনবি.১.৮.১ নামে নতুন একটি উপধরন শনাক্ত হয়েছে।

এদিকে, করোনা সংক্রমণ বাড়লেও ভারতে গণহারে করোনার বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন, বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু আগেই বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে তাই এ মুহূর্তে নতুন করে গণহারে টিকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা যেমন— মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা, ভিড় এড়িয়ে চলা ইত্যাদি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

এমএইচআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর