সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেস, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১০:০০ এএম

শেয়ার করুন:

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেস, কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে শহরের কেন্দ্রস্থলে আংশিক কারফিউ জারি করা হয়েছে।

শহরের মেয়র কারেন ব্যাস এই কারফিউ জারির ঘোষণা দেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কারফিউটি কার্যকর থাকবে। তবে এটি কেবল শহরের মাত্র এক বর্গমাইল এলাকায় সীমাবদ্ধ থাকবে, যা শহরের মোট আয়তনের তুলনায় খুবই ছোট অংশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেয়র ব্যাস বলেন, এই বিক্ষোভে অনেক দোকান লুট হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে। শুধু গত রাতেই ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়েছে।

তিনি আরও বলেন, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের রাস্তাগুলোতে এখন শুধু গ্রাফিতি আর ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে। যেসব মানুষ ওই এলাকায় বসবাস করেন না বা কাজ করেন না, তারা যেন ওই অংশে না যান।

মেয়র জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একইসঙ্গে তিনি এটাও স্পষ্ট করেন, সহিংসতা শহরের খুব ছোট অংশে সীমাবদ্ধ হলেও তা যেভাবে প্রচার হচ্ছে, তাতে অনেকেই ভুল ধারণা পেতে পারেন—যেন গোটা শহর অস্থিরতায় আক্রান্ত।

আল জাজিরা জানায়, লস অ্যাঞ্জেলেসে টানা পাঁচ দিন ধরে চলা এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টাসহ আরও অনেক শহরে।


বিজ্ঞাপন


এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন।

মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভাষণে গভর্নর বলেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে পরিস্থিতি খারাপ করছেন। তিনি যেন নিজের দেশের নাগরিকদের ওপরই বিদেশি শত্রুর মতো আচরণ করছেন।

নিউজম বলেন, যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কোনো সন্ত্রাসী নয়। তারা আমাদের সমাজের শ্রমজীবী মানুষ—রান্নাঘরের কর্মী, মালী, দর্জি। এভাবে কাউকে পরোয়ানা ছাড়া তুলে নেওয়া হলে কেউই নিরাপদ নয়।

তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচারীরা প্রথমে দুর্বলদের টার্গেট করে। পরে এই শাসন সবার ওপরই চাপিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানে অনড় রয়েছেন।

ফোর্ট ব্র্যাগ সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, যেখানে আমাদের সেনারা বিদেশে দেশের জন্য প্রাণ দিয়েছে, সেখানে এখন নিজ দেশেই অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা চলছে। এটা আমরা হতে দেব না।

তিনি ক্যালিফোর্নিয়ার পরিস্থিতিকে ‘তৃতীয় বিশ্বের বিশৃঙ্খলা’ বলে অভিহিত করেন এবং বলেন, আমি একজন কমান্ডার-ইন-চিফ হিসেবে তা কখনোই ঘটতে দেব না। সূত্র: আল-জাজিরা

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর