যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ভারতীয়দের জন্য একটি কঠোর পরামর্শ জারি করেছে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১০ জুন) এক বিবৃতিতে দূতাবাস উল্লেখ করেছে, ওয়াশিংটন ‘কোনও ভিসার অপব্যবহার বা অবৈধ প্রবেশ সহ্য করবে না’।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিয়ার্ক বিমানবন্দরে হাতকড়া পরা এক ভারতীয় তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এ নিয়ে ভারতীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে এই সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস।
বিজ্ঞাপন
এক এক্স পোস্টে দূতাবাস বলছে, ‘যুক্তরাষ্ট্র বৈধ ভ্রমণকারীদের স্বাগত জানাবে। তবে অবৈধভাবে যুক্তরাষ্ট্র ভ্রমণের কোনো অধিকার নেই। আমরা অবৈধ প্রবেশ, ভিসার অপব্যবহার বা মার্কিন আইন লঙ্ঘন সহ্য করতে পারি না এবং সহ্য করব না।’
মূলত, গত শনিবার অবৈধ বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থীকে আটক করে মার্কিন পুলিশ। এসময় সেখানে তার হাত-পা বাঁধা হয়। এছাড়া তার পুরো শরীর মাটির সঙ্গে চেপে ধরেন কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওটি করেন ভারতীয়-মার্কিন উদ্যোক্তা কুনাল জৈন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিডিওটি শেয়ার করে তিনি জানিয়েছেন, ওই শিক্ষার্থীর সঙ্গে দাগী অপরাধীর মতো আচরণ করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষার্থীটিকে চেপে ধরে আছেন চার পুলিশ সদস্য, যার মধ্যে দুজন হাঁটু গেড়ে তার ওপর বসে ছিলেন। এরপর তারা তার হাত-পা বেঁধে ফেলেন।
বিজ্ঞাপন
পোস্টে কুনাল জৈন লিখেছেন, ‘গত রাতে নিউয়ার্ক বিমানবন্দর থেকে একজন তরুণ ভারতীয় ছাত্রকে দেখেছি হাতকড়া পরা। তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে। সে স্বপ্নের পিছনে ছুটতে এসেছিল, কোনও ক্ষতি করেনি। একজন এনআরআই হিসেবে আমি অসহায় এবং আমার হৃদয় ভেঙে গেছে। এটি একটি মানবিক ট্র্যাজেডি।’
এছাড়াও যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসকে বিষয়টি তদন্ত করার এবং শিক্ষার্থীকে সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।
একদিন পর নিউইয়র্কে অবস্থিত ভারতীয় দূতাবাস এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘আমরা এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ভারতীয় নাগরিকদের কল্যাণের জন্য কনস্যুলেট সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’
এমএইচআর/এমএইচটি