সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার
ছবি: রয়টার্স।

ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (৯ জুন) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানী কিয়েভসহ কয়েকটি প্রদেশে ৩১৫টি ড্রোন ও সাতটি মিসাইল ছুড়ে রুশ বাহিনী, যা তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। হামলায় এখন পর্যন্ত কমপক্ষে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার গতকাল রাতের হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। রাশিয়া সারা দেশে ৩১৫টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ২৭৭টি ভূপাতিত করা হয়েছে। এছাড়া রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে কিয়েভ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে এবং শহরজুড়ে ভারী ধোঁয়ার আস্তরণ দেখা দেয়।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর ১০টি জেলার মধ্যে সাতটিতে ড্রোন হামলা পর কমপক্ষে চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসার কেন্দ্রে অবস্থিত একটি প্রসূতি হাসপাতালে হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয়।

russia1
ছবি: রয়টার্স।

ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, হামলায় দুইজন পুরুষ নিহত হলেও প্রসূতি হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার এই হামলাকে যুদ্ধের ‘সবচেয়ে বড় হামলা’ বলে অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘মস্কোর বাহিনী রাতভর ইউক্রেনজুড়ে ৩১৫টিরও বেশি ড্রোন, যার বেশিরভাগই শাহেদ (ইরানের তৈরি) এবং সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের ইউক্রেনের শান্তি আনার প্রচেষ্টা ব্যর্থ করার ষড়যন্ত্র।’

হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

প্রসঙ্গত, গত ১ জুন রাশিয়ার অভ্যন্তরে একটি বিমান ঘাঁটিতে কিয়েভের হামলার পর ইউক্রেনের ওপর আক্রমণ তীব্র করেছে মস্কো। একই দিনে সেতু বিস্ফোরণের জন্যও মস্কো কিয়েভকে দায়ী করেছে, যেখানে সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুসারে, গত সপ্তাহে ইউক্রেনজুড়ে এক হাজার ৪৫১টি ড্রোন এবং ৭৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 

সূত্র: রয়টার্স

এমএইচআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর