মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৮
ছবি: এএফপি

মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওআরএফ জানিয়েছে, গুলির ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি নিহতদের মধ্যে আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।


বিজ্ঞাপন


গ্রাজ পুলিশের মুখপাত্র সাবরি ইয়রগুন বলেন, মঙ্গলবার সকাল ১০টায় একটি ফোন পাওয়ার পর হাই স্কুলে বিশেষ বাহিনী পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত জানার জন্য কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ড্রেইয়ার্সচুয়েটজেনগাসে স্ট্রিট নামে একটি রাস্তায় অভিযান চলছে, যেখানে স্কুলটি অবস্থিত। তবে নিরাপত্তার স্বার্থে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ স্টাইরিয়ার রাজধানী গ্রাজ। শহরটির জনসংখ্যা প্রায় ৩ লাখ। 

সূত্র: রয়টার্স


বিজ্ঞাপন


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর