বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

মাত্র নয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে অন্তত চারবার ভূমিকম্পে কেঁপেছে মিয়ানমার। রিখটার স্কেলে ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৩ পর্যন্ত।

মঙ্গলবার (১০ জুন) রাত ৩টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আঘাত হানে এসব ভূকম্পন।


বিজ্ঞাপন


ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩টা ১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। উৎপত্তিস্থল ছিল শান রাজ্যের নানসাং শহর থেকে ২১৮ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। 

পরের দুটি ভূমিকম্পের মাত্রাই ছিল ৪ এর ওপর। প্রথমটি আঘাত হানে বাংলাদেশ সময় বেলা ১১টা ২৮ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর থেকে ১৫৩ কিলোমিটার দূরে। মাত্রা ছিল ৪ দশমিক ১।

আর সবশেষ বেলা ১১টা ৫১ মিনিটে আঘাত হানে ৪ দমমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর থেকে ১৬৩ কিলোমিটার দূরে।

এসব ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর