রোববার, ১৫ জুন, ২০২৫, ঢাকা

দিল্লিতে ভবনে আগুন, ৯ তলা থেকে লাফিয়ে পড়ে দুই সন্তানসহ পিতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

দিল্লিতে ভবনে আগুন, ৯ তলা থেকে লাফিয়ে পড়ে দুই সন্তানসহ পিতার মৃত্যু
ছবি: এনডিটিভি।

দিল্লির দ্বারকার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের পর ৯ তলা থেকে লাফিয়ে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


বিজ্ঞাপন


নিচে থেকে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ফ্ল্যাটে ভয়াবহ আগুন লেগেছে এবং জানালা দিয়ে আগুনের বড় বড় শিখা বের হচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

এনডিটিভি জানায়, অগ্নিকাণ্ডটি ঘটে দ্বারকা সেক্টর-১৩ এর এমআরভি স্কুলের পাশে অবস্থিত ‘শপথ সোসাইটি’র ৮ এবং ৯ তলায়। মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে এই দুর্ঘটনার খবর পেয়ে দমকল বিভাগ থেকে আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধার কাজে একটি স্কাইলিফটও পাঠানো হয়।

জীবন বাঁচাতে বারান্দা থেকে লাফ দেয় ১০ বছর বয়সী দুই শিশু — একজন ছেলে ও একজন মেয়ে। কিন্তু তাদের আকাশ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের বাবা, ৩৫ বছর বয়সী যশ যাদবও ব্যালকনি থেকে লাফ দেন এবং আইজিআই হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয়। যশ যাদব ফ্লেক্স বোর্ডের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে আগুন থেকে বেঁচে গেছেন এবং তাদের চিকিৎসার জন্য আইজিআই হাসপাতালে পাঠানো হয়েছে।

শপথ সোসাইটির সব বাসিন্দাকে ইতোমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্ত করতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) এবং মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লিকে (এমসিডি) জানানো হয়েছে যেন তারা ভবনের গঠনগত স্থায়িত্ব যাচাই করে।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর