ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) সকালে অফিসগামী যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রেনে চড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সময় মতো অফিস ধরতে অনেকে এ সময় লোকাল ট্রেনে ঝুলে যান। দুর্ঘটনাটি ঘটে মুম্বাইয়ের দীভা এবং কোপার স্টেশনের মাঝে।
বিজ্ঞাপন
ওই সময় যাত্রী বোঝাই দুটি লোকাল ট্রেন একটি অপরটির পাশ দিয়ে দ্রুত বেগে ছুটে যায়। ঠিক তখনই ঝুলন্ত অবস্থায় থাকা কয়েকজন পড়ে যান।
বার্তাসংস্থা পিটিআইকে রেলওয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা মনে করছেন দুটি ট্রেন যখন পাশাপাশি যাচ্ছিল তখন হয়ত একটি ট্রেনের ঝুলে থাকা যাত্রীদের ব্যাগ অথবা শরীরের সঙ্গে অন্য ট্রেনের যাত্রীদের ধাক্কা লাগে। এতে করে ব্যালেন্স হারিয়ে কয়েকজন পড়ে যান।
ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে মুম্বরা স্টেশনের কাছে। তিনি যে বগিটিতে ছিলেন সেটির সামনের বগির কেউ হয়ত দেওয়াল অথবা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খান। বা তাদের বগিটিতে কোনো কিছুর ধাক্কা লাগে।
বিজ্ঞাপন
এর সঙ্গে সঙ্গে দুটি বগি থেকে সাত থেকে আটজন পড়ে যান। যারমধ্যে ছিলেন তার বন্ধু রেহান শেখ। তবে রেহান নিহত হননি। চলন্ত ট্রেন থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন।
মুম্বাইয়ের দক্ষিণ দিকে বেশিরভাগ অফিস অবস্থিত। তাই প্রতিদিন সকালেই লোকাল ট্রেনে করে হাজার হাজার মানুষ অফিসে যান। এতে করে সেখানে প্রতিদিনই যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে।
-এমএমএস