সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

গাজায় চার সেনা নিহতের খবর জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

gaza
গাজায় চার ইসরায়েলি সেনার প্রাণহানি। ছবি: এএফপি

দেড় বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে ইসলায়েলি আগ্রাসন। মানবতাবিরোধী এই অপরাধ চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণও নিছক কম নয়। এবার একসঙ্গে ইসরায়েলি চার সেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় তাদের চার সেনা নিহত হয়েছে। শুক্রবার (৬ জুন) তিনি বলেন, হামাসের বিরুদ্ধে লড়াই এবং জিম্মিদের উদ্ধারের অভিযানে এই সেনারা প্রাণ হারান।


বিজ্ঞাপন


জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকরা জানান, গাজায় বিস্ফোরকপূর্ণ একটি ভবনে প্রবেশের পর বিস্ফোরণের ঘটনায় ওই চার সেনার মৃত্যু হয়।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসকে পরাজিত করে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার লড়াইয়ে চার বীর সেনা প্রাণ দিয়েছেন গাজায়। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

নিহত সেনাদের মধ্যে দুজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন স্টাফ সার্জেন্ট ইয়োভ রাভার ও রিজার্ভিস্ট সার্জেন্ট মেজর চেন গ্রস।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর