রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামির সতর্কতা জারি

তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মারমারিস এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এতে তাৎক্ষনিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ৭০ জন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। 


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ১৭ মিনিট) মারমারিসের উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে এএফএডি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আকস্মিক ভূমিকম্পের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ১৪ বছর বয়সি এক কিশোরী প্রাণ হারিয়েছে। 'প্যানিক অ্যাটাক' থেকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

অন্যদিকে দৌড়ে নিরাপদ অবস্থানে পৌঁছানোর প্রচেষ্টায় মুগলা প্রদেশে অন্তত ৭০ জন আহত হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পে কোনো ভবনের ক্ষতি হয়নি।

উল্লেখ্য, মারমারিস একটি জনপ্রিয় পর্যটন শহর, যেখানে প্রায় ৯৫,৮০০ মানুষের বসবাস। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এটি আশপাশের উপকূলীয় অঞ্চলেও অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই অনেক মানুষ নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

তুরস্ক বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি, যেখানে প্রায়ই মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প ঘটে থাকে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি উদ্ধার বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর