শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

গ্রেটা থানবার্গের ‘ত্রাণের তরী’ গাজার পথে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

গ্রেটা থানবার্গের ‘ত্রাণের তরী’ গাজার পথে

গাজার ফিলিস্তিনে গত ২০ মাস ধরে গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে অবরুদ্ধ গাজায় অবরোধ কিছুটা কাটলেও এবার ত্রাণকেন্দ্রে শুরু হয়েছে নতুন নৃশংসতা। 

সাহায্যের জন্য গেলেই জীবন দিতে হচ্ছে নিরীহ গাজাবাসীকে। এমন অমানবিকতায় আন্তর্জাতিক মহল থেকে জোরেশোরে চলছে ইসরায়েলবিরোধী ডাক। খবর এএফপির।


বিজ্ঞাপন


চাপ বাড়ছে দখলদার বাহিনীর ওপর। ধারণা করা হচ্ছে, এবার হয়তো দমে যাবে ইসরায়েল। গাজা আগ্রাসনের এমন মুহূর্তে এসে ঘুম ভাঙল বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনের আইকন গ্রেটা থানবার্গের। 

নিরীহ জনপদের মানুষকে সাহায্য করতে এবার ঈদুল আজহার আগেই গাজার পথে রওনা দিল গ্রেটার ‘ত্রাণের তরী’। 

আরও ১১ জন মানবাধিকারকর্মীসহ গ্রেটা থানবার্গ রোববার (১ জুন) ইতালির দক্ষিণাঞ্চলের সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে একটি ত্রাণ জাহাজে চড়ে রওনা হয়েছেন। 

জাহাজটির নাম ম্যাডলিন। পুরো কার্যক্রমটি পরিচালনা করছে আন্তর্জাতিক কর্মী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। 


বিজ্ঞাপন


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করবে। পাশাপাশি ত্রাণ পৌঁছানো ও চলমান মানবিক সংকট নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করবে।  

রওনা দেওয়ার আগে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন সুইডেনের এই কিশোরী। তিনি বলেন, ‘আমরা এটা করছি, কারণ যত বিপদের মধ্যেই থাকি না কেন, আমাদের চেষ্টা থামানো চলবে না। আমরা থেমে গেলেই আমাদের মানবতা হারিয়ে যাবে। এ মিশন যতই বিপজ্জনক হোক না কেন, আমরা থামব না’। 

এদিকে ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, ম্যাডলিন জাহাজটি যদি কোনো বাধার মুখে না পড়ে, তাহলে এটি সাত দিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এ মিশনে অংশ নিয়েছেন জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের অভিনেতা লিয়াম কানিংহ্যাম, ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ফিলিস্তিনি বংশোদ্ভূত রিমা হাসান। ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে তিনি এবার সাগরপথে গাজায় পৌঁছানোর চেষ্টা করছেন।

গত মে মাসেও ফ্লোটিলার একটি অভিযানে অংশ নেওয়ার কথা ছিল থানবার্গের। কিন্তু ‘কনসায়েন্স’ নামের আরেকটি জাহাজ ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় দুটি ড্রোন হামলার শিকার হলে সেই অভিযান স্থগিত হয়। ফ্রিডম ফ্লোটিলা ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। হামলায় জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে গ্রেটা থানবার্গের এমন পদক্ষেপে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির সুরে এক এক্স পোস্টে তিনি বলেছেন, ‘আশা করি গ্রেটা ও তার বন্ধুরা সাঁতার জানেন’। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর