বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৮:১২ এএম

শেয়ার করুন:

গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় এক দিনে আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। এই হামলার ফলে গাজার মোট নিহতের সংখ্যা প্রায় ৫৪ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

এছাড়া, গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তাসংস্থা আনাদোলু সোমবার (২ জুন) এই তথ্য প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযান থেকে গাজায় মোট ৫৪ হাজার ৪৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মরদেহ হাসপাতাল আনা হয়েছে। আহত হয়েছেন আরও ৫০৩ জন, যার ফলে গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জন।

এছাড়া, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধার করতে পারছেন না বলে জানানো হয়েছে। কিছু মানুষের অবস্থা অত্যন্ত গুরুতর এবং তারা এখনো সাহায্যের অপেক্ষায় আছেন।

ইসরায়েল ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে, যা গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তি ভেঙে দেওয়া হয়। এরপর থেকে বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে, গাজার বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলার জন্য যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছে। গত বছরের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

গাজার অবরুদ্ধ পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে এবং ইসরায়েলকে গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে দায়ী করার চেষ্টাও চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর