বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রে ইসরায়েল সমর্থকদের বিক্ষোভে পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে ইসরায়েল সমর্থকদের বিক্ষোভে পেট্রোল বোমা হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরায়েলপন্থী একটি বিক্ষোভে পেট্রোল বোমা সদৃশ বস্তু ছোড়ার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। রোববার (১ জুন) স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এই ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।


বিজ্ঞাপন


এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, আমরা বোল্ডারে একটি সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং এটি তদন্ত করছি।

রয়টার্স জানায়, গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দিকে এক ব্যক্তি ঘরে তৈরি মলোটভ ককটেলের মতো কিছু ছুড়ে মারেন।

বোল্ডার শহরের পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে পৌঁছেই সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। এতে কোনো ধরনের সংঘর্ষ হয়নি।

এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জামা ছাড়া শরীরে দুটি স্বচ্ছ বোতল হাতে ঘুরে বেড়াচ্ছেন। আশপাশে আগুন জ্বলছিল।


বিজ্ঞাপন


ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, “জায়নবাদীরা নিপাত যাক”, “ফিলিস্তিন মুক্ত করো”, “তারা খুনি”। সে সময় কয়েকজন ব্যক্তি মাটিতে পড়ে থাকা এক আহতকে সাহায্য করছিলেন।

পুলিশপ্রধান রেডফার্ন জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে তারা একাধিক আহতকে পায়, যাদের শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন ছিল।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এফবিআই।

এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা বা হামলাকারীর সঙ্গে কোনো সংগঠনের সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর