ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি নিয়ে গেছে। ১৭ মে পর্যন্ত ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০৮ দশমিক ৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে এ দাবি করেছে। খবর এপির।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে তেহরানের বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনার জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে, তখন এই প্রতিবেদনে সামনে এলো।
জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি জানিয়েছে, ১৭ মে পর্যন্ত ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০৮ দশমিক ৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে।
পরমাণু অস্ত্র নেই—এমন যেকোনো দেশের ক্ষেত্রে উচ্চমাত্রায় সমৃদ্ধ এই পরিমাণ ইউরেনিয়াম মজুত নজিরবিহীন ঘটনা।
বিজ্ঞাপন
ফেব্রুয়ারির সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুতের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়ে ১৩৩ দশমিক ৮ কেজিতে পৌঁছেছে।
আইএইএ’র নতুন এই প্রতিবেদনের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে এপি জানিয়েছে।
আরও পড়ুন: ভারতের উত্তরাঞ্চলে বন্যা-ভূমিধসে নিহত ৩০
চলতি মাসের শুরুতে তেহরানে এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গুরুত্বপূর্ণ খাতগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ইরানের অধিকারের ওপর জোর দিয়েছিলেন।
তিনি পুনর্ব্যক্ত করেছিলেন, দেশটি পারমাণবিক অস্ত্র চায় না বা বিশ্বাস করে না। কিছু পশ্চিমা শক্তির ক্রমাগত অভিযোগের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, অন্যরা দাবি করে চলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়। আমাদের দেশের উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের অধিকার আমাদের আছে - অস্ত্রের জন্য নয়, বরং উন্নত জীবনের জন্য।
-এমএমএসন