সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

হঠাৎ মাটি থেকে মেঘের রাজ্যে চীনা প্যারাগ্লাইডার, যেভাবে বেঁচে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

হঠাৎ মাটি থেকে মেঘের রাজ্যে চীনা প্যারাগ্লাইডার, যেভাবে বেঁচে ফিরলেন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনাক্রমে ৮ হাজার ৫০০ মিটার (২৭ হাজার ৮০০ ফুট) উচ্চতায় পৌঁছে যান পেং ইউজিয়াং কিউলিয়েন। সেখান থেকে ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন তিনি।

শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।


বিজ্ঞাপন


বিবিসি জানায়, ৫৫ বছর বয়সী পেং ইউজিয়াং কিউলিয়েন পর্বতমালার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উচ্চতায় নতুন যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন। ঠিক তখন একটি বিরল ঊর্ধ্বমুখী বাতাস, যেটি ‘ক্লাউড সাক’ নামে পরিচিত—তাকে প্রায় ৫ হাজার মিটার ওপরে মেঘের স্তরে নিয়ে যায়।

শনিবারের এই ঘটনা পেং-এর গ্লাইডারে লাগানো ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি চীনের টিকটকের মতো অ্যাপ ‘দৌইন’ এ প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পেং গ্লাইডারের নিয়ন্ত্রণ ধরে আছেন আর তার মুখ ও শরীরের বড় একটা অংশ বরফে ঢেকে গেছে।

চায়না মিডিয়া গ্রুপকে পেং ইউজিয়াং বলেন, ‘এটা ভয়ংকর ছিল... চারদিকে শুধু সাদা। কিছুই দেখতে পাচ্ছিলাম না। কম্পাস না থাকলে বুঝতেই পারতাম না, কোন দিকে যাচ্ছি। ভাবছিলাম সোজা উড়ছি, কিন্তু আসলে ঘুরপাক খাচ্ছিলাম।’

পেং অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কারণ, ওই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এভারেস্ট চূড়ার (৮,৮৪৯ মিটার) চেয়ে উচ্চতা সামান্য কম হলেও, সেখানে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

পেং বলেন, ‘আমি দ্রুত নিচে নামতে চেয়েছিলাম, কিন্তু পারছিলাম না। বাতাস আমাকে ওপরের দিকে তুলছিল, যতক্ষণ না মেঘের ভেতরে ঢুকে যাই।’

চার বছর ছয় মাস ধরে প্যারাগ্লাইডিং করছেন পেং। নামার সময় তিনি হয়ত কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলেন জানিয়ে বলেন, পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিল গ্লাইডার ঘুরপাক খেতে খেতে সেটাকে আবার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা।

এদিকে, এ ঘটনা তদন্ত করছে চীনা কর্তৃপক্ষ। কারণ, এই ফ্লাইটের কোনো অনুমতি ছিল না। এজন্য পেংকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’।

গ্লোবাল টাইমস আরও জানায়, ওইদিন আকাশে ওড়ার কোনো পরিকল্পনাই ছিল না পেং-এর। তিনি শুধু মাটিতে দাঁড়িয়ে প্যারাস্যুটের ফিটিং ও আরামদায়কতা পরীক্ষা করছিলেন।

কিন্তু হঠাৎ করে প্রবল বাতাস তাকে মাটি থেকে তুলে নেয়। তারপর বাতাসের গতি আরও বাড়তে থাকে। একপর্যায়ে একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তাকে সোজা মেঘের মধ্যে তুলে নিয়ে যায়।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর