পরবর্তী প্রজন্মের ভিটিওএল ড্রোন বহর উন্মোচন করেছে ইরানের সেনাবাহিনী। পরবর্তী প্রজন্মের এসব ড্রোন হচ্ছে হোমা, দিদেবান ও শাহনি-১।
ভার্টিকেল টেক-অব অ্যান্ড ল্যান্ডিং (ভিটিওএল) ড্রোনগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এই সপ্তাহের শুরুতে দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানে একটি ড্রোন এবং বিমান ঘাঁটিতে এই ড্রোন বহর উন্মোচন করা হয়।
বিজ্ঞাপন
নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিভিন্ন ধরনের সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি এই ড্রোনগুলি উম্মোচন করা হলো। এটি মনুষ্যবিহীন বিমান ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ইরানের চলমান প্রচেষ্টাকে সামনে এনেছে।
ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা এবং মাইক্রো এরিয়াল যানবাহন, ড্রোন, মনুষ্যবিহীন সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তিতে বিনিয়োগের জরুরি প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।
তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এই কৌশলগত ক্ষমতার দেশীয়ভাবে উন্নয়নের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: মেহর নিউজ