খারাপ আবহাওয়ার কারণে বাতিল করে দিতে হল ভারতের প্রধানমনত্রী নরেন্দ্র মোদির সিকিম যাওআর পরিকল্পনা। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী মোদি উত্তরবঙ্গে চলে এসেছেন।
সেখান থেকে হেলিকপ্টারে করে সিকিমে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে হেলিকপ্টারে সিকিমে যাওয়ার কথা ছিল।
কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
আপাতত উত্তরবঙ্গেই রয়েছেন মোদি। সিকিমের কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন মোদি।
-এমএমএস