পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানার পিছনে বুধবার রাতে আমচকা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সেখানে জব্দ করা তাজা বারুদ মজুদ করে রেখেছিল। তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে।
বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আচমকা তীব্র শব্দে কেঁপে ওঠে ডায়মন্ড হারবার এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
বিজ্ঞাপন
তবে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। খবর আনন্দবাজার পত্রিকার।
এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। মনে করা হচ্ছে, বৃষ্টির কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে।
ডায়মন্ড হারবার থানার পিছন দিকে একটি পুকুর রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু বিস্ফোরক পদার্থ, তাজা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল।
বিজ্ঞাপন
সেগুলো থানার মালখানায় না রেখে পিছন দিকে পুকুরের ধারে রেখে দেওয়া হয়। সন্ধ্যায় আচমকা সেখানে আগুন ধরে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয় এখনো।
২০ থেকে ২৫ কিলোগ্রাম বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ (মূলত কাঁচা বারুদ) থানার পিছনে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস।
তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করে এনে পুকুরপাড়ে রাখা হয়েছিল। বম্ব স্কোয়াড ডাকা হয়েছিল। কিন্তু সন্ধ্যায় পানির পাশে হঠাৎ করেই বিস্ফোরণ।
টানা বৃষ্টি হচ্ছে। তবে বজ্রপাতে এই ঘটনা ঘটেনি। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারও আঘাত লাগেনি। থানারও ক্ষতি হয়নি।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল সুপার মিতুন দে বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি বিস্ফোরণ হয়েছে। কারও আঘাত লাগেনি, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
-এমএমএস