রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডকে ‘আগুন নিয়ে খেলা’ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
তিনি বলেন, ট্রাম্প যে ভাষায় কথা বলছেন, তা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি বাড়িয়ে দিচ্ছে। মেদভেদেভ এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে লিখেছেন, ‘ট্রাম্প বলছেন রাশিয়ায় ভয়াবহ কিছু ঘটত যদি তিনি হস্তক্ষেপ না করতেন। আমি বলি, সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি তিনি তা বুঝতে পারবেন।’
বিজ্ঞাপন
মার্কিন রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন ট্রাম্প। এ অবস্থায় তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে দাবি করেন, রাশিয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো, যদি তিনি হস্তক্ষেপ না করতেন। তার মতে, পুতিন বর্তমানে যুদ্ধবিরতির পথে না গিয়ে ‘বিপজ্জনক খেলা’ খেলছেন।
রাশিয়ার পক্ষ থেকে এই মন্তব্যকে হালকাভাবে না নিয়ে, বেশ গুরুত্ব দিয়েই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। মেদভেদেভের বক্তব্য অনুযায়ী, এ ধরনের মন্তব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তোলে।
এই প্রেক্ষাপটে শান্তি আলোচনার জন্য উদ্যোগ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এক ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন, যেখানে ট্রাম্প, পুতিন ও তিনি নিজে অংশ নেবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ‘পুতিন যদি দ্বিপক্ষীয় বৈঠকে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে আমি ত্রিপক্ষীয় আলোচনায় রাজি আছি। আমি যেকোনো ধরনের আলোচনায় প্রস্তুত।’
জেলেনস্কি আরও জানিয়েছেন, রাশিয়া বর্তমানে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। সেই সঙ্গে ওই এলাকার কিছু বসতি দখল করে সেখানে একটি বাফার জোন তৈরির চেষ্টা করছে মস্কো।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি ট্রাম্পের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি—জ্বালানি এবং ব্যাংকিং খাত। আমি জানতে চেয়েছি, এই দুটি খাতে যুক্তরাষ্ট্র কীভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও মন্তব্য করেছেন। তিনি বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে আগে কিছু নির্দিষ্ট ও কার্যকর চুক্তি হতে হবে। তবেই ত্রিপক্ষীয় কোনো বৈঠক সম্ভব।
তার ভাষায়, যদি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে স্পষ্ট ও যৌক্তিক সমঝোতা তৈরি হয়, তখনই পুতিন, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠকের ভিত্তি তৈরি হবে।
বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন বক্তব্য কেবল রাশিয়াকেই নয়, গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কেই অস্বস্তিতে ফেলছে। তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সম্ভাবনার ইঙ্গিত কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না।
যুদ্ধবিরতির বদলে যদি কথার লড়াই ও রাজনৈতিক অবস্থান আরও জটিল হয়ে ওঠে, তাহলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র: এএফপি ও
রয়টার্স
এইউ