পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
সেই অভিযানের বিষয়ে জনসাধারণের সামনে নিয়মিত তথ্য তুলে ধরার দায়িত্বে ছিলেন দুই নারী সেনা অফিসার। তাদের মধ্যে একজন ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি।
বিজ্ঞাপন
‘অপারেশন সিঁদুর’-এর পরে প্রথমবার গুজরাতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বডোদরায় তার রোডশোতে উপস্থিত হয় কর্নেল সোফিয়া কুরেশির পরিবার।
কর্নেল সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সুপ্রিম কোর্টের ধমক খান মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রী।
সোমবার বডোদরার হার্নি বিমানবন্দর থেকে শুরু হয় মোদির রোডশো। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য বর্ণনা করে রাস্তার পাশে টাঙানো হয়েছে হোর্ডিং। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয়েরা। তাদের মধ্যেই ছিলেন কর্নেল সোফিয়ার বাবা তাজ মোহাম্মদ এবং মা হালিমা কুরেশি।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ একটি কর্মসূচিতে সিঁদুর অভিযান নিয়ে মোদি সরকার এবং সেনাবাহিনীর প্রশংসা করার সময় কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে মন্তব্য করেছিলেন।
মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ। সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করে।
মধ্যপ্রদেশের মন্ত্রী ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, ভাষার ‘গোলমাল’ করে ফেলেছেন। কর্নেল সোফিয়ার পরিবার এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল।
মন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার আর্জিও জানিয়েছিল। বিজেপির শীর্ষ নেতৃত্ব যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বিজয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি। সোমবার মোদির রোডশোয়ে উপস্থিত হয়েছেন সেই কর্নেল সোফিয়ার বাবা-মা।
আরও পড়ুন: বাংলাদেশের মানচিত্র নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য
সোমবার আহমেদাবাদেও একটি রোডশো রয়েছে মোদির। মনে করা হচ্ছে, সেখানে শামিল হতে পারেন ৫০ হাজার মানুষ। দু’দিনের গুজরাত সফরে ভুজ, দাহোদ, গান্ধীনগরে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের কথা রয়েছে মোদির।
প্রসঙ্গত, সিঁদুর অভিযানের পরে ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছিল পাকিস্তান। তখন এই ভুজ লক্ষ্য করেও হামলার চেষ্টা করেছিল তারা।
এবার এই ভুজেই কান্ডলা বন্দর পরিকাঠামো, সৌরবিদ্যুৎ, সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন মোদি।
দাহোদে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং আহমেদাবাদে একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা তার।
-এমএমএস