বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

রাতভর ভারী বৃষ্টি, তলিয়ে আছে দিল্লির রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

রাতভর ভারী বৃষ্টি, তলিয়ে আছে দিল্লির রাস্তাঘাট

রাতভর টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লির বেশ কিছু এলাকা। শনিবার রাত থেকে শুরু হওয়া বজ্রসহ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে রাজপথ থেকে গলিপথ—সব জায়গাতেই পানি জমেছে। ভেঙে পড়েছে গাছপালা। বাধাগ্রস্ত হয়েছে বিমান চলাচল।

রাজধানীর মোতিবাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট ও দীন দয়াল উপাধ্যায় মার্গ এলাকায় পানি জমে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। গাড়ি, রিকশা, এমনকি পথচারীরাও চরম বিপাকে পড়েন।


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার ভোর সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ৮১.২ মিলিমিটার বৃষ্টি হয়। এই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮২ কিলোমিটার। এর জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

রাত ৩টা ৫৯ মিনিটে একটি পোস্টে ইন্ডিগো এয়ারলাইন জানায়, খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যা হচ্ছে। যদিও দুই ঘণ্টা পর তারা জানায়, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

রোববার সকালে দিল্লি বিমানবন্দর থেকে যাত্রা করা ফ্লাইটগুলো গড়ে ৪৬ মিনিট দেরিতে উড্ডয়ন করেছে। তখন দিল্লির তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

শুধু দিল্লি নয়, ভারী বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ড ও হরিয়ানাতেও। আবহাওয়া অধিদফতর আগেই দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ‘লাল সতর্কতা’ জারি করেছিল। এখন তারা জানিয়েছে, দিল্লি ও এর উত্তর-পশ্চিম এবং পশ্চিমাঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


বজ্রপাত ও ঝড়ের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। খোলা জায়গা, গাছপালা ও পুরনো বা দুর্বল দেয়ালের আশপাশে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া যেসব জায়গায় পানি জমে থাকতে পারে, সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর