ভারতে উৎপাদিত আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৩ মে) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে একথা বলেন ট্রাম্প।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া আইফোনগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রেই তৈরি হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক প্রদান করতে হবে যুক্তরাষ্ট্রকে।’
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবও দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘আমাদের আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না! তাই আমি ইউরোপীয় ইউনিয়নের ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্কের সুপারিশ করছি, যা ২০২৫ সালের ১ জুন থেকে কার্যকর হবে।’
এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের নতুন একটি অধ্যায় সূচিত করল। এর আগে শুরুর দিকে তিনি ইইউয়ের অধিকাংশ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছিলেন। পরে তা কমিয়ে ১০ শতাংশ করা হয় ৮ জুলাই পর্যন্ত সময়সীমা দিয়ে।
হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প একাধিক দেশকে লক্ষ্য করে শুল্ক আরোপ ও হুমকি দিয়ে যাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পকে জোরদার করা এবং বিদেশি প্রতিযোগিতার হাত থেকে কর্মসংস্থান রক্ষা করা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শুল্ক হলো এমন একধরনের কর, যা কোনো পণ্য একটি দেশে প্রবেশের সময় আরোপ করা হয়। এই কর আমদানিকারক প্রতিষ্ঠানকে দিতে হয় এবং এটি সাধারণত পণ্যের মূল্য অনুযায়ী ধার্য হয়।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে শুল্কবৃদ্ধির সম্ভাবনা ব্যবসার জন্য ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশ্বনেতা।
অ্যাপল সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা তাদের অধিকাংশ আইফোন ও অন্যান্য ডিভাইসের উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে যাচ্ছে। আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মতো পণ্য তৈরিতে ভিয়েতনাম বড় উৎপাদনকেন্দ্রে পরিণত হবে বলেও জানিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক।
ইএ