শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

ইরান গড়ে তুলছে তিনটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

iran satellite
ইরানের উৎক্ষেপিত একটি উপগ্রহ। ছবি: মেহর নিউজ

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) মন্ত্রী সাত্তার হাশেমি জানিয়েছেন, চলতি ইরানি বছর (২১ মার্চ ২০২৫ থেকে শুরু) শেষ হওয়ার আগে তিনটি দেশীয়ভাবে নির্মিত মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বা স্পেস বেস গড়ে তোলা হবে। পাশাপাশি, তিনটি রিমোট-সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী জানান, ইরান দক্ষতা ও প্রযুক্তিতে স্বনির্ভরতার লক্ষ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাবাহার, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সালমাস এবং উত্তর-পূর্বাঞ্চলীয় চেনারান এলাকায় মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করছে। এই কেন্দ্রগুলো থেকে দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হবে।


বিজ্ঞাপন


একইসঙ্গে কওসার, তলো-৩ এবং জাফর-২ নামের তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, যেগুলো পৃথিবীর উচ্চ-রেজুলুশনের ছবি তুলে কৃষি, নগর উন্নয়ন ও পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহৃত হবে।

এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর উদ্বোধনে ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ ইরানের মহাকাশ প্রযুক্তিতে বড় অগ্রগতি এবং আঞ্চলিক মহাকাশ প্রতিযোগিতায় তাদের অবস্থান শক্তিশালী করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর