বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

এবার পাকিস্তানের চর সন্দেহে ভারতে মুসলিম যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

এবার পাকিস্তানের চর সন্দেহে ভারতে মুসলিম যুবক গ্রেফতার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর সন্দেহে এবার দিল্লি থেকে আনসারুল মিয়া আনসারি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, আনসারুল মিয়া আনসারি নেপালি বংশোদ্ভূত। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।


বিজ্ঞাপন


এ নিয়ে নারী ব্লগারসহ গত এক সপ্তাহে ভারতে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, পেহেলগামের আগে দেশটিতে বড় নাশকতার ছক কষেছিল আইএসআই। দায়িত্ব দেওয়া হয়েছিল আনসারুলকে। 

দিল্লির একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ বছরের জানুয়ারি থেকে রাজধানী জুড়ে বিশেষ অভিযানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ সেল। সেই অভিযানের সময়েই আনসারুলের হদিস পান গোয়েন্দারা। তার পরই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, আইএসআই-এর মদতে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিলেন আনসারি। পাকিস্তানে পালানোর চেষ্টাও করছিলেন। কিন্তু তার আগেই তাকে ধরে ফেলে পুলিশ। 

জেরায় আনসারি জানিয়েছেন, কোথায় কোথায় তাদের জাল বিছিয়ে রেখেছে আইএসআই। শুধু তা-ই নয়, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সেগুলি পাকিস্তানে পাচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। 

আনসারির কাছ থেকে উদ্ধার হওয়া নথি এবং ‘ডিজিটাল ডিভাইস’-এর ফরেন্সিক পরীক্ষা করানো হয়েছে। সেখান থেকে ভারতের সশস্ত্র বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করছে ভারতের পুলিশ।

গোয়েন্দা সূত্র জানায়, কাতারে ট্যাক্সিচালকের কাজ করতেন আনসারি। সেই সময় পাক ‘হ্যান্ডলার’-এর সঙ্গে তার যোগাযোগ হয়। কাতার থেকে তার পর পাকিস্তানে যান আনসারি। সেখানে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নেওয়ার পর তাঁকে ভারতে পাঠায় আইএসআই। আনসারিকে জেরা করে আরও এক সন্দেহভাজন আখলাক আজম নামে এক ব্যক্তিকে রাচী থেকে গ্রেফতার করা হয়েছে। 

আজমই আনসারিকে নিরাপত্তা সংক্রান্ত সব তথ্য জোগাড়ে মদত দিতেন। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, পেহেলগামের আগে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক কষেছিল আইএসআই। 


-এমএমএস 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর