ভারতে যৌথ বাহিনীর দমন অভিযানে ৩০ মাওবাদী নিহত হয়েছেন। এর মধ্যে মাওবাদী নেতা নামবালা কেশব রাও, বা বাসবরাজও রয়েছেন। তার মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করা হয়েছিল।
বুধবার (২১ মে) সকালে ভারতের ছত্তীসগড় রাজ্যে এনকাউন্টার অভিযান শুরু করে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনী নারায়ণপুর জেলার আবুজাহমাদ জঙ্গল এলাকায় অভিযান শুরু করে। নারায়ণপুর, বিজাপুর, দান্তেওয়াড়ার ডিআরজি-ও এই অভিযানে অংশ নিয়েছিল। গভীর জঙ্গলে ঢুকে তারা মাওবাদী নেতাদের ঘিরে ফেলে। শুরু হয় গুলিবিনিময়। জানা গেছে, মাওবাদীরাই প্রথম ডিস্ট্রিক রিজার্ভ গার্ড টিমের ওপর গুলি চালায়।
বিজ্ঞাপন
এই অভিযানে মারা যান কেশব রাও (বাসবরাজ)সহ ৩০ মাওবাদী। বাসবরাজ ভারতে নিষিদ্ধ সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)-র সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭০ এর দশকে নকশাল আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। দেশজুড়ে তার খোঁজ চলছিল।
২০১১ সালের একটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, তিনি সবসময় একে-৪৭ বহন করতেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে কেশব রাওয়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নকশালবাদ নির্মূলের লড়াইয়ে এটি একটি যুগান্তকারী সাফল্য। নকশালবাদের বিরুদ্ধে ভারতের তিন দশকের লড়াইয়ে এটি প্রথম কোনো সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাকে নিষ্ক্রিয় করা হল। এই সাফল্যের জন্য আমি আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে সাধুবাদ জানাই।
দুই সপ্তাহ আগেই ছত্তীসগঢ়ের বিজাপুরে এনকাউন্টারে ১৫ মাওবাদী নিহত হয়েছিল।
বিজ্ঞাপন
একেবি

