সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছত্তীসগড়ে মাওবাদীদের ঘাঁটিতে অভিযান, নিহত ২৭ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

ছত্তীসগড়ে মাওবাদীদের ঘাঁটিতে অভিযান, নিহত ২৭ 

ভারতের ছত্তীসগড়ে বুধবার (২১ মে) মাওবাদী-দমন অভিযানে সেনাদের গুলিতে ২৭ জন নিহত হয়েছে। 

বুধবার সকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এসব মাওবাদী প্রাণ হারান। দুর্গম পাহাড়ি এলাকা অবুঝমাড় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।


বিজ্ঞাপন


গোয়েন্দা তথ্য ছিল, অবুঝমাড়ে এক মাওবাদী কমান্ডার আশ্রয় নিয়েছেন। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরেই রাজ্যের যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। 

অবুঝমাড় ছাড়াও নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁওয়েও একই সঙ্গে অভিযান চালানো হয়। 

অবুঝমাড় শুধু ছত্তীসগড়ে নয়, মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে অনেক দূর বিস্তৃত। তবে বেশির ভাগ অংশই নারায়ণপুর জেলার মধ্যেই পড়ে।


বিজ্ঞাপন


গত ২১ এপ্রিল থেকে কারেগুট্টা পাহাড় এলাকায় শুরু হয়েছে মাওবাদী দমন অভিযান। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী ‘কোবরা’র পাশাপাশি ছত্তীসগড়ের সশস্ত্র পুলিশ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনী, মহারাষ্ট্র পুলিশের সি-৬০, তেলঙ্গানা পুলিশের মাওবাদী দমন বাহিনী ছিল ওই দলে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদী-মুক্ত করা হবে। সেই সঙ্কল্পের অধীনেই কারেগুট্টা পাহাড় ঘিরে ফেলে অভিযানে নেমেছে ভারতীয় বাহিনী। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ‘বৃহত্তম’ মাওবাদী অভিযান। দিন কয়েক আগেই কারেগুট্টা পাহাড় এলাকায় মাওবাদী দমন অভিযানের সময় ৩১ জনের মৃত্যু হয়।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর