মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে ধরা পড়া ক্যানসারটি ইতিমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) স্থানীয় সময় বাইডেনের দফতর এক বিবৃতিতে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, সম্প্রতি তার প্রস্রাবে সমস্যার কারণে কয়েকটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, প্রোস্টেটে একটি নতুন গুটি গঠিত হয়েছে।

এরপর শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন, বাইডেনের প্রোস্টেট ক্যানসার হয়েছে। ক্যানসারটি অত্যন্ত আক্রমণাত্মক ধরনের। এর গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। ফলে ক্যানসারটি ইতিমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই ক্যানসারটি হরমোন-সংবেদনশীল। তাই চিকিৎসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের দফতরের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে এই বিবৃতির বাইরে আপাতত আর কোনো মন্তব্য তারা করবেন না।

উল্লেখ্য, বাইডেন এর আগে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বয়স বর্তমানে ৮২ বছর। আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জল্পনা থাকলেও এই শারীরিক অবস্থা তার রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: সিএনএন

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর