মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিউইয়র্কের সেতুতে মেক্সিকোর জাহাজের ধাক্কা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

নিউইয়র্কের সেতুতে মেক্সিকোর জাহাজের ধাক্কা, নিহত ২

নিউইয়র্কের ব্রুকলিন সেতুতে গিয়ে ধাক্কা মেরেছে মেক্সিকোর নৌবাহিনীর একটি জাহাজ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাহাজে থাকা দু’জনের। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

সেই সময় ওই জাহাজে ছিলেন মোট ২৭৭ জন আরোহী। আলো দিয়ে সুসজ্জিত জাহাজটি নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ব্রুকলিন সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


জাহাজের তিনটি মাস্তুল ঠেকে যায় সেতুর নীচের অংশে। এর ফলে ১৪৭ ফুট উচ্চতার দু’টি মাস্তুল ভেঙে যায়। আহত হন অন্তত ১৯ জন।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ আলোক সুসজ্জিত জাহাজটি নিউইয়র্কের দিকে এগোচ্ছিল। জাহাজটিকে দেখতে নদীর ধারে ভিড় জমিয়েছিলেন অনেকে। 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গেছে, সেতুর নিচের অংশের সঙ্গে মাস্তুলের সংঘর্ষ হতেই জাহাজের আলো নিভে যাচ্ছে। 


বিজ্ঞাপন


জাহাজে থাকা নাবিকদের অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন। আর জাহাজটিও ক্রমশ নদীর একটি ধার বরাবর এগিয়ে যাচ্ছে। 

দুর্ঘটনার পর শনিবার রাতেই এক সংবাদ সম্মেলন করেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, দু’জনের মৃত্যু হয়েছে। ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। 

তবে কী কারণে এই দুর্ঘটনা, তার ব্যাখ্যা মিলেনি। দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করতেই রাত থেকে অভিযান শুরু করে নিউ ইয়র্কের দমকল বিভাগ। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাহাজটির নাম ‘কহটেমক’। মেক্সিকোর শিক্ষানবিশ নৌসেনাদের প্রশিক্ষণ দিতে এটি ব্যবহার করা হয়। 

১৫টি দেশের ২২টি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল জাহাজটির। শনিবার নিউইয়র্ক বন্দর ছেড়ে ব্রুকলিন সেতু পেরোনোর সময়েই ঘটে যায় দুর্ঘটনা।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর