রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি: ভারতে জনপ্রিয় ট্রাভেল ভ্লগার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

YouTuber Jyoti Malhotra arrested for allegedly spying for Pakistan
জ্যোতি মালহোত্রা

পাকিস্তানি গোয়েন্দাদের কাছে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ইউটিউবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানা রাজ্যের হিসারের পুলিশ তাকে গ্রেফতার করেছে। জ্যোতি মালহোত্রা উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের জেলা হিসারের বাসিন্দা।

শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


বিজ্ঞাপন


অনলাইনে জ্যোতি তার ভ্রমণ চ্যানেল ‘ট্র্যাভেল উইথ জো’ এর জন্য পরিচিত। এই চ্যানেলের প্রায় চার লাখ (৩,৭৭,০০০) সাবস্ক্রাইবার রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জ্যোতি মালহোত্রা এখন উত্তর ভারতজুড়ে পরিচালিত পাকিস্তান-সংযুক্ত একটি গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কের চলমান তদন্তের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩, ৪ এবং ৫ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১৫২ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার স্বীকারোক্তি এবং গ্রেফতারের ফলে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার মামলাটি এখন আরও তদন্তের জন্য অর্থনৈতিক অপরাধ শাখায় রয়েছে।

জ্যোতি মালহোত্রা ২০২৩ সালে দুবার পাকিস্তান সফর করেছিলেন বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা।


বিজ্ঞাপন


তার বিরুদ্ধে অভিযোগ, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের (পিএইচসি) কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ যাকে ভারত সরকার গত ১৩ মে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার সঙ্গে জ্যোতির সম্পর্ক রয়েছে। তিনি জ্যোতিকে একাধিক পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (পিআইও) সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন।

তদন্তকারীরা বলছেন যে, জ্যোতি দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এমনকি তার সাথে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেছিলেন। দিল্লিতে থাকাকালীন, দানিশ তার সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছিলেন, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে।

পাকিস্তানি অপারেটিভদের লিঙ্ক

হিসার সিভিল লাইনস পুলিশ স্টেশনে সাব-ইন্সপেক্টর সঞ্জয়ের দায়ের করা এফআইআর অনুসারে, ২০২৩ সালে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের (পিএইচসি) কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন মালহোত্রা। দানিশ তার হ্যান্ডলার হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। তাকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (পিআইও) সঙ্গে পরিচয় করিয়ে দিতেন এবং এনক্রিপ্ট করা প্ল্যাটফর্মের (যা হ্যাক করা যায় না) মাধ্যমে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

পাকিস্তান এবং বালি ভ্রমণ

জানা গেছে, মালহোত্রা ২০২৩ সালে দুবার পাকিস্তান সফর করেছিলেন , যেখানে তিনি আলী এহওয়ান, শাকির এবং রানা শাহবাজের মতো অপারেটিভদের সঙ্গে দেখা করেছিলেন। সন্দেহ এড়াতে তিনি "জট রানধাওয়া" এর মতো ছদ্মবেশী নামে যোগাযোগ সংরক্ষণ করেছিলেন।

Jyoti_Malhotra_
জ্যোতি মালহোত্রা

২০২৩ সালে পাকিস্তান থেকে ফিরে আসার পর, তিনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে সমস্ত অপারেটিভের সাথে যোগাযোগ রেখেছিলেন," পুলিশের এফআইআরে বলা হয়েছে। তদন্তকারীরা বলছেন যে, জ্যোতি একজন পিআইও-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এমনকি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেছিলেন।

হিসার পুলিশের মুখপাত্র বিকাশ কুমার বলেছেন, জ্যোতি মালহোত্রাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর