সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কলকাতায় বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

কলকাতায় বহুতল ভবনে আগুন
ছবি: আনন্দবাজার।

আবার কলকাতার বেকবাগানের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

শনিবার (১৭ মে) দুপুর ২টা ৫৫ মিনিট এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।


বিজ্ঞাপন


জানা গেছে, শনিবার দুপুরে বেকবাগান এলাকার এজেসি বোস রোডের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। ওই বহুতলের পাঁচতলার একটি ঘর থেকেই আগুন ছড়ায়। ওই বহুতলে বেশ কয়েকটি অফিস ছিল। সেগুলোর মধ্যেই একটিতে দুর্ঘটনা ঘটে। ওই অফিসের একাধিক এসি মেশিন পুড়ে ছাই হয়ে যায়। দুপুর ২টা ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর যায় দমকলের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় একের পর এক দমকলের ইঞ্জিন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কীভাবে ওই অফিসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ফায়ার সার্ভিসের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পরে তা ওই অফিসের অন্যত্র ছড়িয়ে পড়ে।

তবে আগুন নিয়ন্ত্রণ আনার পরই আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এক উচ্চপদস্থ অফিসার।


বিজ্ঞাপন


আগুন নিয়ন্ত্রণে আনতে এজেসি বোস ফ্লাইওভারের উপর থেকে ওই বহুতল ভবনে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছাড়াও, ওই বহুতলের পাশের বহুতলের উপর উঠেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চলতি মাসেই কলকাতায় পর পর বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে। কখনও সল্টলেক, আবার কখনও নিউটাউন। কয়েকদিন আগেই বড়বাজার এলাকার মেছুয়াবাজারের এক হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তাদের বেশির ভাগই দমবন্ধ হয়ে মারা যান। সেই ঘটনায় এখনও পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর