সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিল্লিতে পিছিয়ে গেল বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

দিল্লিতে পিছিয়ে গেল বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল। কিন্তু বেলা ১২টার দিকে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়।


বিজ্ঞাপন


দু’দেশের সরকারেরই নির্ভরযোগ্য সূত্র বিবিসি বাংলার কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভারত সরকারের একটি সূত্র বিবিসি বাংলারকে জানায়, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এদিনের অনুষ্ঠান রদ করতে হয়েছে। এটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

শুধু বাংলাদেশই নয়, আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে জানায় সূত্রটি তিনি জানান।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর