রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মোদির দিন ফুরিয়ে আসছে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

‘মোদির দিন ফুরিয়ে আসছে’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মোদির দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদির জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 


বিজ্ঞাপন


কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে বলে অভিযোগ করেন খাজা আসিফ। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে।

তিনি বলেন, ভারতের রাজনীতিতে মোদির কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।

3df21f91-6336-4d68-87b7-14617bcd6c87


বিজ্ঞাপন


খাজা আসিফ ভারতের সঙ্গে যেকোনো সম্ভাব্য সংলাপের আগে পাকিস্তানের অবস্থান তুলে ধরে বলেন, তাদের (ভারতের) সঙ্গে আলোচনার টেবিলে তিনটি মূল বিষয়- সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং পানিচুক্তি এজেন্ডায় থাকবে।

সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে আসিফ বলেন, পাকিস্তান ২৫ বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে।

তিনি বলেন, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টা এবং ত্যাগ বিশ্বকে স্বীকার করা উচিত।

ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে খাজা আসিফ দাবি করেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক-সব দিক থেকেই সাফল্য পেয়েছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর