মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাফালের ভারতীয় নারী পাইলটকে আটক নিয়ে গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

রাফালের ভারতীয় নারী পাইলটকে আটক নিয়ে গুঞ্জন

চারদিনের সামরিক সংঘাতের সময় ভারতের বিমানবাহিনীর এক নারী পাইলটকে পাকিস্তান আটক করে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 

ফ্রান্সের তৈরি ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের ওই নারী পাইলটকে আটকের গুঞ্জনের বিষয়ে কথা বলেছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


বিজ্ঞাপন


পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, প্রতিবেশি ভারতের বিরুদ্ধে নতুন লড়াইয়ের সময় পাকিস্তান ভারতীয় কোনো পাইলটকে আটক করেনি। খবর জিও নিউজ ও টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াও ভারতীয় পাইলট আটকের খবরটি ভুয়া বলে দাবি করেছে। ভারতীয় গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, পাকিস্তানে ভারতের কোনো পাইলটই আটক হননি।

ভারতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পাইলটকে আটকের বিষয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ও একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। 


বিজ্ঞাপন


এতে দাবি করা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর নারী পাইলট শিবাঙ্গী সিংকে আটক করেছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমানে পাকিস্তানি সৈন্যরা গুলি চালানোর পর সেটি বিধ্বস্ত হয়। 

পরে সেই বিমানের পাইলট শিবাঙ্গীকে আটক করে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরীর কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয়। 

এসময় এক সাংবাদিক তার কাছে জানতে চান ভারতীয় কোনও পাইলট পাকিস্তানের হেফাজতে আছে কি না এবং যদি থাকেন তাহলে তাকে ফেরত পাঠানো হবে কি না?

জবাবে জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে এটা নিশ্চিত করতে পারি যে, ভারতীয় কোনও পাইলট আমাদের হেফাজতে নেই। 

এটা সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরঞ্জিত ভুয়া সংবাদ এবং প্রচারণার একাধিক উৎস থেকে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে।

পাকিস্তানে ভারতীয় পাইলটের আটকের বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। একইসঙ্গে দেশটির জনগণকে অসত্য খবর বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে দেশটি।

-এমএমএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর