রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জম্মু-কাশ্মীরে হামলার অভিযোগ ভিত্তিহীন, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০১:০৪ এএম

শেয়ার করুন:

জম্মু-কাশ্মীরে হামলার অভিযোগ ভিত্তিহীন, দাবি পাকিস্তানের

পাকিস্তান দাবি করেছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পাঞ্জাবের পাঠানকোট, রাজস্থানের জয়সলমীরে হামলার অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, ‘এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং পাকিস্তানকে বদনাম করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত প্রচারণার অংশ।’ খবর আলজাজিরার।


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের অভিযোগের পেছনে কোনো বিশ্বাসযোগ্য তদন্ত নেই, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এটা শান্তির জন্য হুমকি এবং ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।’

সবশেষে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে কেউ উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করলে, পাকিস্তান তার স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ করবে।’

আরও পড়ুন—


বিজ্ঞাপন


/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর