সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমেরিকান রবার্ট প্রিভোস্ট নতুন পোপ, নাম নিলেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১১:৫৪ পিএম

শেয়ার করুন:

আমেরিকান রবার্ট প্রিভোস্ট নতুন পোপ, নাম নিলেন পোপ লিও
নতুন পোপ কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট

রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট। প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া এই আমেরিকান ধর্মগুরু তাঁর পোপ নাম হিসেবে বেছে নিয়েছেন—পোপ লিও।

নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল বুধবার থেকে। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে অনুষ্ঠিত গোপন কনক্লেভে বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিনালরা একত্রিত হন নতুন ধর্মগুরু নির্বাচন করতে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতে ভোটে কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও, অবশেষে চতুর্থ দফার ভোটে নির্ধারিত হয় নতুন পোপের নাম।


বিজ্ঞাপন


সাদা ধোঁয়ায় ঘোষণা নতুন অধ্যায়ের
সাধারণ প্রথা অনুসারে, নির্বাচনের সফল পরিণতি জানাতে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে বাইরে বের করা হয় সাদা ধোঁয়া। বিকেল সাড়ে পাঁচটার দিকে যখন সাদা ধোঁয়া আকাশে দেখা যায়, তখন হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়ে। সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া জনতা আনন্দে লাফিয়ে ওঠেন, কেউ কেউ আবেগে চোখের জল ফেলেন।

চার্চের ঘণ্টাধ্বনি বেজে ওঠে সমগ্র চত্বরজুড়ে, ছড়িয়ে পড়ে এক বিশাল উৎসবমুখর পরিবেশ। অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন, কেউ কেউ একে জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

ঐতিহ্যের পথে নতুন নেতা
নতুন পোপকে প্রথমে নিয়ে যাওয়া হয় ‘চিয়াম্বারেট্টা’ নামে একটি ছোট কক্ষে, যেখানে তিনি প্রথমবারের মতো পরেন পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক। সেখানেই তিনি বেছে নেন তাঁর পোপীয় নাম—পোপ লিও।

এরপর তিনি উপস্থিত হন ভ্যাটিকানের প্রধান ব্যালকনিতে। তখন উর্ধ্বতন এক কার্ডিনাল ঘোষণা দেন ঐতিহাসিক বাক্য—“হাবেমুস পাপাম”, যার অর্থ, “আমাদের একজন পোপ আছেন।”


বিজ্ঞাপন


ভ্যাটিকানে উৎসবের আমেজ
পোপ লিও-কে প্রথমবারের মতো দেখতে ব্যালকনির নিচে অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। তখনই বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে এগিয়ে আসে একটি মার্চিং ব্যান্ড। তাদের সাথে ছিলেন ঐতিহ্যবাহী নীল-হলুদ ডোরাকাটা পোশাক পরা সুইস গার্ডরা।

চারদিকে করতালি, উচ্ছ্বাস আর আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে সেন্ট পিটার্স স্কয়ার। জনতা সম্মিলিত কণ্ঠে ধ্বনি তোলে—“পোপ দীর্ঘজীবী হোন!”

পোপ লিও: এক নতুন যুগের প্রতীক
৭১ বছর বয়সী রবার্ট প্রিভোস্ট জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। তিনি আগস্টিন ধর্মীয় সম্প্রদায়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে ল্যাটিন আমেরিকায় ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বে ভূমিকা রেখেছেন। ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং সংলাপপ্রবণ মানসিকতা তাঁকে একটি নতুন যুগের প্রতিনিধি করে তুলেছে।

বিশ্বজুড়ে প্রায় ১৩০ কোটিরও বেশি ক্যাথলিক বিশ্বাসীর চোখ এখন পোপ লিও’র দিকে। শান্তি, সংলাপ, ন্যায়বিচার ও আধ্যাত্মিক নেতৃত্বে তাঁর ভূমিকা বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর