ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নতুন উচ্চগতির একটি জাহাজ তৈরি করেছে। প্রায় ২১৫ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারা এই জাহাজ উন্মোচনকে ইরানের নৌ সক্ষমতায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি ১১৬ নটিক্যাল মাইল গতিতে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজটির সফল উম্মোচন ঘোষণা করেছেন। স্থলের হিসাবে প্রতি ঘণ্টায় প্রায় ২১৫ কিলোমিটার গতিতে ছুটবে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজটি। এটি সব ধরনের প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা একটি ক্ষেপণাস্ত্র-উৎক্ষেপণকারী জাহাজ তৈরি করেছি যার গতি ১১৬ নট, যা স্থলপথে ঘণ্টায় ২১৫ কিলোমিটারের সমতুল্য। এটি সমস্ত প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষা সম্পন্ন করেছে।”
“আইআরজিসি নৌবাহিনীতে আমরা আমাদের নিজস্ব জাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ভূ-পৃষ্ঠের উপরিভাগের সিস্টেম তৈরি করি।”
আঞ্চলিক নিরাপত্তার প্রতি আইআরজিসির অঙ্গীকার তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করি।”
অতীতের কথা স্মরণ করে কমান্ডার উল্লেখ করেন যে, ইসলামী বিপ্লবের আগে ইরান একটি ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না। আমেরিকান কোম্পানিগুলো ইরানিদের জন্য এগুলি তৈরি করত। “আজ, আমরা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলাইমানি-শ্রেণির জাহাজ তৈরি করেছি। এই জাহাজটি খোলা সমুদ্রে অবিরাম ৫,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম।” সূত্র: মেহর নিউজ।
বিজ্ঞাপন
ইএ

