সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

ইরানের মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এর কিছুক্ষণ পরেই কোম শহরে আগুন লেগেছে বলে জানা যায়।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে বিস্ফোরণের এ খবর জানায় জেরুজালেম পোস্ট।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে।

জেরুজালেম পোস্ট জানায়, খবর অনুসারে, তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত কারাজে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এটি বিস্ফোরণের কারণে নাকি অন্য কারণে হয়েছে তা স্পষ্ট নয়।

এর আগে, গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। সেই রেশ রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে ঘটনা ঘটল।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর