সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসিতে ৪০০ নম্বরে ৪০০ পেলেন সৃজনী! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

এইচএসসিতে ৪০০ নম্বরে ৪০০ পেলেন সৃজনী! 

৪০০-এ ৪০০। কোনো ভুল নেই! একেবারে পুরো নম্বর পেয়ে এইচএসসিতে সমগ্র ভারতে প্রথম হয়েছেন কলকাতার মেয়ে সৃজনী। 

ভারতে এ বছরের এইচএসসির (আইএসসি) ফলাফলে জাতীয় এবং রাজ্যস্তরে মেয়েদের জয়জয়কার। রাজ্যের মধ্যে অন্যতম নজরকাড়া ফল সৃজনীর।


বিজ্ঞাপন


রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী সৃজনী। ছোট থেকে একই স্কুলে পড়েছেন। দ্বাদশে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নের পাশাপাশি ইংরেজি ছিল আবশ্যিক বিষয়। 

প্রতিটিতেই তার প্রাপ্ত নম্বর ১০০-এ ১০০। স্বভাবতই আনন্দে উদ্বেল তিনি। পরীক্ষার ফল যে ভাল হবে, সেটা আাগেই জানতেন তিনি। কিন্তু ইংরেজিতেও ১০০-এ ১০০ পাবে, সেটা একদমই ভাবেননি! এতই অবাক হয়েছেন, মা-কে বলছিলেন রেজাল্টের পেজটা রিফ্রেশ করতে।

প্রগতিশীল পরিবারে বেড়ে ওঠা সৃজনীর কোনও পদবি দেননি তার অভিভাবক। জাতপাতের ঊর্ধ্বে মেয়েকে বড় করেছেন। মা গুরুদাস কলেজের ইতিহাস শিক্ষিকা এবং বাবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার গণিতের অধ্যাপক। 

মেয়ের ফলাফলে উচ্ছ্বসিত তারা। মায়ের কথায়, ও বলেছিল ভালই পরীক্ষা হয়েছে, কিন্তু ইংরেজি নিয়ে আমরাও দ্বিধায় ছিলাম। ৪০০-৪০০-ই পেয়ে যাবে ভাবিনি।


বিজ্ঞাপন


তবে, এর সম্পূর্ণ কৃতিত্ব মেয়েকেই দিয়েছেন তিনি। জানান, ওকে পড়ার জন্য কখনও বলতে হয়নি। রসায়নের জন্য একজন গৃহশিক্ষক থাকলেও বাকি বিষয় ও বাবার কাছেই পড়ত।

কী ভাবে এল এই সাফল্য? কেমন ছিল প্রস্তুতি? সৃজনী বলল, আমি কখনো ঘড়ি ধরে পড়তাম না। কিন্তু যখন পড়তাম, মন দিয়ে পড়তাম। বরাবরই বিষয়ের মর্মবস্তু বোঝার চেষ্টা করতাম।

শুধুই কী দিনরাত পড়াশোনা নাকি পড়ার ফাঁকে অন্য কিছুও করতেন তিনি? তার কথায়, একেবারেই না, আমি তো পড়ার ফাঁকে ফাঁকে দিদি, মা, বাবার সঙ্গে আড্ডা মারতে খুব ভালবাসি। আর ভালোলাগে নাচ। স্কুলেও অনুষ্ঠান করেছি। কিন্তু দ্বাদশের পড়াশোনার চাপে আর তেমন অনুশীলন করতে পারনি। তখন তাই গান শুনতাম পড়ার ফাঁকে।

পড়াশোনার আবহে বেড়ে ওঠা মেয়ে জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেন-এ ৯৯.৫ এনটিএ স্কোর পেলেও ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় না। বাবার মতো গণিত অথবা পদার্থবিদ্যা নিয়ে ‘বেসিক সায়েন্স’-এ গবেষণা করতে চান তিনি। আপাতত আনন্দের মধ্যেই গবেষক হওয়ার স্বপ্ন বুনছেন সৃজনী।

উল্লেখ্য, এবছর ভারতে দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৫ দিনের মাথায় প্রকাশ করা হয়েছে। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। 

পরীক্ষাতে পাশের হারে রাজ্যের ছাত্রীরা ছাত্রদের টেক্কা দিয়েছে। ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর