কোটি কোটি নগদ টাকা এবং সোনা পাচারের অভিযোগে জাম্বিয়ার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় যুবককে।
আফ্রিকার দেশটির কেনেথ কাউন্ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেন ড্রাগ এনফোর্সমেন্ট কমিশনের (ডিইসি) কর্মকর্তারা।
বিজ্ঞাপন
তার কাছ থেকে ২০ লখের বেশি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা নগদ এবং পাঁচ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।
আটক ওই ভারতীয় যুবককে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল বিমানবন্দর থেকে কোটি কোটি টাকা এবং সোনা পাচার হতে পারে।
ফলে কড়া নজরদারি চালাচ্ছিলেন ডিইসির কর্মকর্তারা। তখনই ওই যুবক গ্রেফতার হন।
বিজ্ঞাপন
ডিইসি সূত্রে জানানো হয়েছে, কোথা থেকে এই টাকা এবং সোনা নিয়ে আসছিলেন, কোথায় পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, যাঁরা এই চক্রের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তদন্তকারীরা জানিয়েছেন, কালো ব্যাগে ভরে একটি সুটকেসে করে টাকা এবং সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বছর দুয়েক আগেও পাঁচ জন মিশরীয় টাকা এবং সোনা পাচারের সময় গ্রেফতার হয়েছিলেন জাম্বিয়ায়। তাঁদের কাছ থেকে ১২৭ কেডি সোনা এবং পাঁচ কোটি টাকা উদ্ধার হয়েছিল।
-এমএমএস

