সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মস্কো উৎসবে লড়বে পাঁচ ইরানি চলচ্চিত্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

মস্কো উৎসবে লড়বে পাঁচ ইরানি চলচ্চিত্র

রাশিয়ার মস্কোতে ১৭ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) অংশগ্রহণ করবে ইরানের পাঁচটি চলচ্চিত্র।

ইমান ইয়াজদি পরিচালিত ‘ফর রানা’, নওশিন মেরাজির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আফটার ফাদার’, জাফর সাদেঘির তথ্যচিত্র ‘ট্রিক’ এবং মাহদি বারকজাদেগান পরিচালিত ‘গ্লোরি’ এবং ফারনুশ আবেদি ও নেগাহ ফারদিয়ার পরিচালিত ‘হলি হেভিনেস’ উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে।


বিজ্ঞাপন


২০২৫ সালে নির্মিত হয় ‘হলি হেভিনেস’ সিনেমা। এর দৈর্ঘ্য নয় মিনিট। এতে দেখানো হয় জীবনে এমন কিছু ক্ষত থাকে যা আপনাকে কুষ্ঠরোগের মতো গ্রাস করে। প্রিয়জনের মৃত্যুর ভার কখনও কখনও এতটাই ভারী হয়ে ওঠে যে এই ভার থেকে মুক্তি পাওয়া অনিবার্য।

‘গ্লোরি’ সিনেমাটি ২০২৪ সালের একটি প্রযোজনা। ১২ মিনিটের এই চলচ্চিত্রে একজন মানুষকে দেখানো হয়েছে, যিনি একটি ধ্বংসপ্রাপ্ত এবং বালুকাময় সভ্যতা থেকে বেরিয়ে আসেন। তারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি পাহাড়ের বুকে একটি নতুন সভ্যতা তৈরি করেন। এই প্রক্রিয়ায় তিনি শিল্প আবিষ্কার করেন।

‘ট্রিক’ সিনেমাটিও ২০২৪ সালে নির্মিত হয়েছিল। ১০৩ মিনিটের এই তথ্যচিত্রটি ইরানের একটি দরিদ্র অঞ্চলের শিশুদের অসম্ভব স্বপ্নের গল্প নিয়ে, যা দশ বছর পর তাদের লক্ষ্যে পরিণত হয়েছে।

‘ফর রানা’ ২০২৪ নির্মিত সালের একটি নাটক, যার দৈর্ঘ্য ৮৭ মিনিট। সিনেমাটিতে একজন বৃদ্ধের হৃদপিণ্ড, যার রেসপিরেটর খুলে ফেললে মৃত্যু হবে। বৃদ্ধের উত্তরাধিকার নিয়ে বিরোধে থাকা রানা নামের ছেলেটি হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য অর্থ দাবি করে।


বিজ্ঞাপন


‘আফটার ফাদার’ ২০২৪ সালে নির্মিত হয়েছিল। ১৯ মিনিটের এই ছবিটি একটি অল্পবয়সী মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছে, যার বাবার মৃত্যুতে শোক এতটাই গভীর যে সে তার কাছের লোকদের দোষ দিতে প্রস্তুত।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র ফোরামগুলির মধ্যে একটি। ভেনিস চলচ্চিত্র উৎসবের পরে দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব এটি। সূত্র: তেহরান টাইমস

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর