রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুবাইয়ে দুই ভারতীয়কে কুপিয়ে হত্যা করলেন এক পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম

শেয়ার করুন:

দুবাইয়ে দুই ভারতীয়কে কুপিয়ে হত্যা করলেন এক পাকিস্তানি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বেকারিতে তলোয়ার নিয়ে ৩ ভারতীয় যুবকের ওপর হামলা চালিয়েছেন এক পাকিস্তানি যুবক।

এতে শ্রী আশিতাপু প্রেম সাগর এবং শ্রী শ্রীনিবাস নামে ভারতের তেলেঙ্গানা রাজ্যের দুই বাসিন্দা নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। খবর এনডিটিভির।


বিজ্ঞাপন


এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিশান রেড্ডি শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

দুবাইয়ের মডার্ন বেকারি এলএলসিতে গত ১১ এপ্রিল কাজ করার সময় তিন ভারতীয় সহকর্মীর উপর এক পাকিস্তানি যুবক হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে ওই দু’জনের মৃত্যু হয়েছে। জখম আরও এক ভারতীয় যুবকের অবস্থাও আশঙ্কাজনক।

আক্রান্ত তিন জনই তেলঙ্গানার বাসিন্দা। পরিবারের অভিযোগ, এক ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দিতে বেকারিতে প্রবেশ করেন। তার হাতে ছিল তলোয়ার। বেকারিতে প্রবেশ করেই ওই তিন ভারতীয়ের উপর হামলা চালান। হামলাকারী পাকিস্তানের বাসিন্দা।


বিজ্ঞাপন


মৃতদের মধ্যে রয়েছেন তেলঙ্গানার নির্মল জেলার বাসিন্দা প্রেমসাগরের (৩৫) কাকা জানিয়েছেন, গত পাঁচ-ছয় বছর ধরে দুবাইয়ে একটি বেকারিতে কাজ করছিলেন তার ভাইপো। বছর দুই আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। দুবাইয়ে তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন। 

সরকারের কাছে পরিবার আর্জি জানিয়েছে তার মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য। সেইসঙ্গে আর্থিক সাহায্যেরও আবেদন করা হয়েছে। এই হামলায় নিহত দ্বিতীয় ব্যক্তি নিজামবাদ জেলার বাসিন্দা শ্রীনিবাস। আহত ব্যক্তি সাগরও তেলঙ্গানার বাসিন্দা। বর্তমানে তিনি দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিশান রেড্ডি শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

কী কারণে তিন জনের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

হামলার নেপথ্যের কারণ খোঁজা এবং উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ওকও বিষয়টির উপর নজর রাখছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর